বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৫০

অতীতে যারা দেশ চালিয়েছে তাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করা বোকামি : চরমোনাই পীর

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “এখন যারা বিভিন্ন জোটবদ্ধ হয়ে ভোট চাইছে তারা অতীতেও দেশ পরিচালনা করেছে। একই দল বা জোট পুরোনো আইনেই দেশ চালিয়ে আবারও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ৫৪ বছরের প্রমাণিত ব্যর্থ দল ও নীতির কাছে নতুন করে প্রত্যাশা করা বোকামি।”

সোমবার দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব মুহাম্মাদ সাইফুদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন নীতি, নয়া বন্দোবস্ত ও নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ গড়তে হবে। তিনি বলেন, “নীতি হিসেবে হাজার বছরের প্রমাণিত ও সফল ইসলামের আলোকে সবাই মিলে দেশ গড়ে তুলবো। দুর্নীতি ও সন্ত্রাস দূর করবো, ইনশাআল্লাহ সুশাসন প্রতিষ্ঠা করবো।”

তিনি হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।