শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : নির্বাচিত হলে নিয়মিতভাবে জনগণের কথা শুনবেন—এমন প্রতিশ্রুতি দিয়ে ঢাকা-১২ আসনে মাথাল মার্কার প্রার্থী তাসলিমা আখতার গতকাল রোববার পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘জনতার পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তাসলিমা আখতারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে কথা বলেন।
স্থানীয়রা জানান, পূর্ব রাজাবাজার এলাকায় ফুটপাথ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। খেলার মাঠ না থাকায় শিশু ও তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এতে মোবাইল আসক্তি ও মাদক সমস্যাও বাড়ছে। এছাড়া সড়কে তীব্র যানজট, শ্রমজীবী মানুষের নিত্য ভোগান্তি এবং মশার উপদ্রবও বড় সমস্যা হিসেবে তুলে ধরেন তারা।
তাসলিমা আখতার বলেন, পূর্ব রাজাবাজারসহ ঢাকা-১২ আসনের শেরে বাংলা নগর, হাতিরঝিল ও তেজগাঁও এলাকার সমস্যাগুলো প্রায় একই ধরনের। খেলার মাঠের অভাব, অপরিচ্ছন্ন সড়ক, যানজট, চাঁদাবাজি ও মাদক সমস্যার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই রয়ে গেছে। এসব মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ঢাকা-১২ আসনের মানুষ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করবেন। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার কথাও জানান। পাশাপাশি এলাকার সমস্যা সমাধানে নাগরিকদের নিয়ে কমিটি গঠনের ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি তুহিন ফরাজীসহ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।