শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সততা অনুসরণ করে বিএনপি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, করোনা মহামারি, বন্যা, খরা ও অন্যান্য সংকটময় সময়ে বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করেছে। ভবিষ্যতেও স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করবে বিএনপি।
আজ সোমবার রাজধানীর ভাসানটেক সাগরিকা বস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যেখানে শিশু থেকে শুরু করে বয়স্ক সকল শ্রেণির মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো অনুধাবন করে আসছেন। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যখাত ও উন্নয়নমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্রের দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের সুফল জনগণ পাবে, যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।
এ সময় ভাসানটেক থানা বিএনপির সভাপতি কাদের মাহমুদ, তিনবারের সাবেক মহিলা কমিশনার আমিনা, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।