শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২৬ মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার(MPO-EFT) পদ্ধতিতে প্রেরণ করতে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীকাল ২৭ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এই বিল দাখিল সম্পন্ন করতে বলা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গতকাল রোববার প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ (গচঙ-ঊঋঞ) মডিউলে লগ-ইন করে বিল দাখিল করবেন। প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের প্রত্যেক জনবলের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসেবে অর্থ প্রেরণ করা হবে।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে, প্রতিষ্ঠান প্রধানকে বিল দাখিল অপশনে তা অবশ্যই উল্লেখ করতে হবে। ভুল তথ্যের কারণে এমপিও’র অর্থ প্রেরণে কোনো জটিলতা সৃষ্টি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে, তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
মাউশি জানিয়েছে, শুধু আইবাস (iBAS++) সিস্টেমের মাধ্যমে যাচাইকৃত সঠিক ও বৈধ তথ্যের ভিত্তিতেই বিল দাখিল অপশনটি কাজ করছে। যাদের তথ্যে ভুল রয়েছে বা যাচাই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তাদের তথ্য পরবর্তীতে সঠিক হওয়া সাপেক্ষে বিল দাখিলের সুযোগ দেওয়া হবে।
দেশের সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতিদের এই সময়সীমার মধ্যে বিল দাখিল নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
উল্লেখ্য, গত বছর জুলাই থেকে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসেবে এমপিও’র অর্থ প্রেরণের কার্যক্রম শুরু হয়। আগস্ট থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল দাখিলের ব্যবস্থা যুক্ত করা হয়েছে।