বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:১৮

জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে : নজরুল ইসলাম মঞ্জু

ছবি: বাসস

খুলনা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাজরুল ইসলাম মঞ্জু আজ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ হাসিমুখে আমাদের স্বাগত জানাচ্ছে।

আজ রোববার সকালে রূপসা স্ট্যান্ড রোড, চানমারি বাজার, খ্রিষ্টান পাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যু শোক দেশবাসী এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পর একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে বাংলাদেশে ফিরেছেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সার্বিকভাবে ভোটের পরিবেশ অত্যন্ত ইতিবাচক এবং নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশীদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সেন্টু, অ্যাডভোকেট মাসুম রশীদ, কেএম হুমায়ুন কবির, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, আলমগীর কবির এবং মীর কবির হোসেন।