বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৮:৩২

সিএনজি অটো রিক্সা চালকদের সাথে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচারণা কমিটির মতবিনিময়

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): সিএনজি অটো রিক্সা চালকদের সাথে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বনানীর ঢাকা ১৭ আসন বিএনপি’র প্রধান কার্যালয়ে সিএনজি অটো রিক্সা চালকদের সাথে আজ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই আসনে বিএনপি’র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান।  

এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, তারেক রহমানই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য নেতা। দেশ ও জনগণের মঙ্গলের জন্য বিএনপিকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা শুধু মনে মনে চাইলে হবে না, মাঠে কাজ করতে হবে। কাজ না করলে ফল আসবে না। 

আজকে যারা তারেক রহমানকে ভালোবাসে, তাদের প্রমাণ দিতে হবে ভোটের মাঠে।’

মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানী বনানীতে ঢাকা ১৭ আসন বিএনপি’র প্রধান কার্যালয়ে সিএনজি অটো রিক্সা চালকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিএনজি, অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকার চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২২ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।

আপনাদের গাড়িতে আমাদের স্টিকার, লিফলেট বা নিজ হাতে লিখে ‘তারেক রহমানের জন্য ভোট চাই’ লাগিয়ে দিন। 

তিনি আরও বলেন, কিছু মহল ভোট নষ্ট করার জন্য অর্থের বিনিময়ে প্ররোচনা দিচ্ছে।  টাকার লোভে পড়ে ঈমান নষ্ট করবেন না। তারা বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে চায় এই বিষয়টি সাধারণ মানুষকে বুঝিয়ে বলতে হবে।

ঢাকা-১৭ আসনের চারটি থানার প্রতিটি এলাকায় পরিকল্পিতভাবে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বস্তি এলাকা, শ্রমজীবী মানুষ, সিএনজি ও রিকশা শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে অবশ্যই যেতে হবে। এটি দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দায়িত্ব।

আবদুস সালাম বলেন, বিএনপি সবসময় দুঃসময়ে মানুষের পাশে ছিল। আছে এবং  থাকবে।

সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তার বক্তব্যের প্রতি একাত্ম প্রকাশ করে তারেক রহমানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, আমাদের হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ডের বিষয়গুলো জনগণের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে।