বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাখা শোক বইয়ে বুধবার সন্ধ্যায় স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি : বাসস

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করেছেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাখা শোক বইয়ে বুধবার সন্ধ্যায় তিনি স্বাক্ষর করেন।

গত ৩০ ডিসেম্বর, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইটি খোলা হয়। যার মাধ্যমে রাজনৈতিক নেতা, কূটনীতিক, দলীয় কর্মী ও জনসাধারণ তাদের শোক প্রকাশ করতে পারেন।

চীন, পাকিস্তান, ভারত এবং ইউরোপীয়দেশসহ বেশকয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষ শোক প্রকাশ করেছে এবং দেশ-বিদেশের নেতারাও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, জানাজার নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টাসহ লাখ-লাখ শোকাহত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, দলীয় অনুসারী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এসময় সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।