বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:২২
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে ৩ হাজার কম্বল বিতরণ

শনিবার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আনোয়ার আলদীন। ছবি : বাসস

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত খুলনার পাইকগাছা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তিন হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হলো। এই কর্মসূচির আওতায় উপজেলার অন্তত দশটি গ্রামের হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ পেয়েছেন।

ছবি: বাসস

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু ও শেখ ইমদাদুল ইসলাম, সোনাডানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন ও সদস্য সচিব সাদ্দাম হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. শফিউল ইসলাম হাজরাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা।

ছবি: বাসস

নতুন কম্বল পেয়ে শীতার্ত মানুষজন স্বস্তি প্রকাশ করেন। অনেকেই বলেন, এই তীব্র শীতে একটি নতুন কম্বল তাদের জন্য বড় সহায়তা।

কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেন, শীত, দুর্যোগ ও দুঃসময়ে এই অঞ্চলের অসহায় মানুষের পাশে নিয়মিতভাবে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এই এলাকায় সড়ক উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি সুপেয় পানির সংকট দূর করতে বিভিন্ন গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই মানুষই সবচেয়ে বেশি বোঝে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত উদ্যোগে দরিদ্র মানুষকে শীতের কষ্ট থেকে রক্ষা করা সম্ভব। 

বাসস চেয়ারম্যান বলেন, কপিলমুনি-পাইকগাছা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান।

আয়োজকরা জানান, আগামীকাল রোববার এই অঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষের মধ্যে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।