বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ২০:৩৭
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২০:৫০

যুবদল নেতা শামীম হত্যা : ডিএসসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আশরাফুজ্জামান কারাগারে

ফাইল ছবি

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগ করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আশরাফুজ্জামান ফরিদকে (৫৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আশরাফুজ্জামান ফরিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আজ সোমবার তাকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে কেন্দ্রীয় বিএনপি। 

মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।