শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস): সুনামগঞ্জে জয় মহাপাত্রের মৃত্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাডহর গ্রামে শুক্রবার (৯ জানুয়ারি) বিষক্রিয়ায় জয় মহাপাত্র নামে এক যুবক মারা গেছে। এই ঘটনায় সাম্প্রদায়িক রঙ ছড়িয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনগুলোতে দাবি করা হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে জয় মহাপাত্রকে হত্যা করা হয়েছে।
বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গিয়েছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার জয় মহাপাত্রের মৃত্যুর ঘটনায় ধর্মীয় কোনো বিষয় বা সাম্প্রদায়িক ইস্যু নেই। এটি অর্থিক লেনদেন সম্পর্কিত ঘটনা। সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বাংলাফ্যাক্টকে জানান, জয় মহাপাত্রের মা অভিযোগ করে গিয়েছেন। আমরা তদন্ত করছি বিষয়টি। তবে এই ঘটনায় ধর্মীয় কোনো বিষয় নেই।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
‘বাংলা ফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।