শিরোনাম

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): মুদি দোকানি শরৎ চক্রবর্তী (মণি) হত্যাকাণ্ড নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট আগেই যাচাই করে দেখিয়েছে যে শরৎ চক্রবর্তীর হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট জানায়, নিহত ব্যক্তির পরিবারের তিন সদস্যের সঙ্গে কথা বলে এবং বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন ও স্থানীয় প্রশাসনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, হিন্দু হওয়ার কারণে তার কাছে ‘জিজিয়া কর’ দাবি করার যে তথ্যটি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে নিয়ে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ ধরনের শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’। দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠানটি।