বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

নাটোর জেলা কারাগার থেকে ৪১ বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেবেন

ছবি : সংগৃহীত

ফারাজী আহম্মদ রফিক বাবন 

নাটোর, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী। তাদের ভোট প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্ধারিত সফটওয়্যারে যুক্ত হয়ে কারা কর্তৃপক্ষ সফলভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে।   

জেলা কারাগার সূত্রে জানা যায়, নাটোর জেলা কারাগারে বর্তমানে বন্দীর সংখ্যা ৮১৫ জন। এরমধ্যে ২৯ নারীসহ হাজতির সংখ্যা ৫৬৮ জন এবং চার নারীসহ কয়েদির সংখ্যা ২১৮ জন। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো জেলবন্দীদের ভোট প্রদানের সুযোগ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রেক্ষাপটে কারাগার কর্তৃপক্ষ আটক, হাজতি ও কয়েদিদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করে। দুই সপ্তাহ ধরে উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সাড়া প্রদান করে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ৪১ বন্দী। এরমধ্যে ১৭ জন হাজতি এবং ২৪ জন কয়েদি।

২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচন কমিশনের পিআইডিএস সফটওয়্যারে যুক্ত হয়ে নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষ ৪১ জন বন্দীর নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করে। নিবন্ধিত বন্দীরাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটপ্রদানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল জানান, জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের পরে নিবন্ধিত হাজতি ও কয়েদিদের অনুকূলে প্রতীক সম্বলিত জাতীয় নির্বাচনের পোস্টাল, ব্যালট পেপার, গণভোটের পোস্টাল, ব্যালট পেপার ছাড়াও ভোটদাতার নির্দেশনাবলি এবং ঘোষণাপত্র প্রদান করবে নির্বাচন কমিশন। এই ঘোষণাপত্রে নিজের এলাকার প্রার্থী ও প্রতীক দেখে এবং গণভোট সংক্রান্ত প্রশ্ন পড়ে সজ্ঞানে কারো দ্বারা প্রভাবিত না হয়ে গোপনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়ার ঘোষণাপত্রে ভোটদাতা নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও তারিখসহ স্বাক্ষর করবেন। তবে নিরক্ষর ভোটারের ক্ষেত্রে অন্য কোন কোনো ভোটারের পক্ষে ভোট প্রদান করে সত্যায়নকারী হিসেবে স্বাক্ষর প্রদানের সুযোগ থাকছে।

ভোট প্রদানের দুইটি ব্যালট পেপার সরবরাহকৃত আঠাযুক্ত একটি সাদা খামে রেখে মুখ বন্ধ করবেন ভোটার। এই খাম এবং ঘোষণাপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত হলুদ খামে প্রবেশ করিয়ে বন্ধ করার পরে ভোটার কারাগার কর্তৃপক্ষের নিকট প্রদান করবে। কারাগার কর্তৃপক্ষ দ্রুত খামটি পোস্ট অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় প্রেরণের ব্যবস্থা করবে বলে জানান, জেলার শেখ মো. রাসেল।

নাটোর জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বাসসকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানে আগ্রহী জেলা কারাগারের ৪১ বন্দীর নিবন্ধন প্রক্রিয়া যথাযথভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে নিবন্ধিত বন্দী ভোটারের অনুকূলে পোস্টাল ব্যালট পাওয়ার পরে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট প্রেরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।