বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৬

ফেনীকে বাংলাদেশের 'চিকেন নেক' আখ্যা দিয়ে ভারতীয় এক্স হ্যান্ডেলে আক্রমণাত্মক প্রচার : বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীকে বাংলাদেশের 'চিকেন নেক' আখ্যা দিয়ে ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে আক্রমণাত্মক প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সাম্প্রতিক সময়ে ভারতীয় এক্স হ্যান্ডেলগুলোতে ফেনীকে বাংলাদেশের ‘চিকেন নেক’ আখ্যায়িত করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আক্রমণাত্মক পোস্ট করতে দেখা যাচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ফেনীকে বাংলাদেশের 'চিকেন নেক' আখ্যা দিয়ে ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে আক্রমণাত্মক প্রচার শনাক্ত করেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।