শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউসারের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে বলে জানিয়েছে এনবিআর।
এ বিষয়ে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, প্রতারক চক্রটি নিজেদের এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে হুমকি, চাপ ও প্রভাব খাটিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। বিষয়টি এনবিআরের দৃষ্টিগোচর হওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
এনবিআর দেশের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের এ ধরনের প্রতারণামূলক ফোনকল, বার্তা বা দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, এ ধরনের কোনো অনুরোধে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে তা দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজস্ব বোর্ড স্পষ্টভাবে উল্লেখ করেছে, চেয়ারম্যান কিংবা তাঁর দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো অর্থ দাবি বা কর্মকাণ্ডের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।