বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

হাদির ভাইয়ের বক্তব্যের অংশ নিয়ে ফটোকার্ড, বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ শরিফ ওসমান হাদির ভাইয়ের বক্তব্যের খণ্ডিতাংশ নিয়ে ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ওসমান হাদির ভাইয়ের বক্তব্যের খণ্ডিতাংশ ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচার করা হচ্ছে। তিনি মূলত ‘এজেন্সির হয়ে’ এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ও সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এটি হওয়ায় দায় নিতে হবে বলেছেন।

ফ্যাক্টওয়াচ জানায়, ওসমান হাদির ভাইয়ের বক্তব্যের একটি অংশ নিয়ে ফটোকার্ড ও শিরোনাম বানিয়ে প্রচার চালানো হচ্ছে, যা বিভ্রান্তির জন্ম দিচ্ছে। এমনভাবে প্রচার চালানো হচ্ছে, যাতে মনে হতে পারে সরকার ‘খুন করিয়েছে’ বলে দাবি করা হয়েছে, কিন্তু তার পুরো বক্তব্য থেকে স্পষ্ট হয় তিনি ‘এজেন্সির হয়ে’ হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন এবং সরকারের কাছে ‘শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন’ করার দাবি জানিয়েছিলেন।

ফ্যাক্টচ্যাক অনুসন্ধান টিম জানায়, এটি স্পষ্ট যে, ওসমান হাদির ভাই এই হত্যাকাণ্ড ‘এজেন্সির হয়ে’ করা হয়েছে যেমন বলেছেন, তেমনি সরকার ‘ক্ষমতায় থাকা অবস্থায়’ হত্যাকাণ্ড হওয়ায় সরকারকে এটির দায়ভার নিতে হবে বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে সরকারের কাছে বিচারের দাবি জানানো হয়েছে। ফলে ফটোকার্ডে বক্তব্যের খণ্ডিতাংশ প্রচার করে ওসমান হাদির ভাই ‘সরকার খুন করিয়েছে’ বলেছেন মর্মে যে বয়ান প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।