বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫

ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের

ছবি : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): এক ঘটনার ভিডিওকে অন্য ঘটনার বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আশপাশে অনেক মানুষের উপস্থিতিতে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, পুলিশ যাকে আটক করছে তিনি গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় খুন হওয়া দীপু চন্দ্র দাস।

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ওই দাবিটি সঠিক নয়। ঘটনাটি ঢাকায় ঘটেছে গত ১৮ নভেম্বর। ভিডিওতে আটক ব্যক্তির নাম আব্দুল মমিন।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব তথ্য নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।