শিরোনাম

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিনোদনধর্মী একটি ফেসবুক পেজের সাজানো ভিডিও দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, আওয়ামী লীগের এক নেতাকে বাসায় না পেয়ে তার সন্তানকে বিএনপির নেতা-কর্মীরা বাসার ছাদে রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করেছে।
তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, এই দাবি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং এটি একজন কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো ভিডিও।
বাংলাফ্যাক্ট আরও জানায়, এমন কোনো ঘটনা ঘটেনি। ভাইরাল হওয়া ভিডিওটি ‘সুজন কমেডি’ নামে একটি বিনোদনধর্মী ফেসবুক পেজে তৈরি করা সাজানো ভিডিও।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য তারা ইতোমধ্যে শনাক্ত করেছে। দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।