শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফুচকার দোকানে খেতে বসা নিয়ে সংঘর্ষকে ভারতীয় মিডিয়া হিজাব না পরায় হামলা উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, 'ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে হিজাব না পরার কারণে ডেবোরাহ ও মারিয়া নামে দুই খ্রিষ্টান ধর্মাবলম্বী নারীর ওপর প্রকাশ্যে চেয়ার দিয়ে হামলা করা হয়েছে। একই তথ্যে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান এবিপি'র গুজরাট সংস্করণে গতকাল রোববার (২০ ডিসেম্বর) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।'
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, 'যাচাইয়ে দেখা গিয়েছে ঘটনাটি গত ১৬ ডিসেম্বর চট্টগ্রামের সিআরবি এলাকার ঘটনা। তবে, দুই নারীর কেউই খ্রিষ্টান ধর্মাবলম্বী নন বরং তারা দুজনেই মুসলিম। হিজাব না পরার কারণে তাদের ওপর হামলা করা হয়নি, হামলা হয়েছিল দোকানে খেতে বসা নিয়ে। '
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।