বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪

ওসমান হাদি তরুণ প্রজন্মের জন্য আজীবন প্রেরণা হয়ে থাকবে : ইউট্যাব

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ছাত্র আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

আজ শুক্রবার এক শোক বার্তায় ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন এক নির্ভীক তরুণ ও মেধাবী সংগঠক। জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ও সাহসী নেতৃত্ব এ দেশের ছাত্র-জনতার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তার যে ত্যাগ ও নিষ্ঠা ছিল, তা তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

তারা আরও বলেন, সম্প্রতি ওসমান হাদিকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করা হয়। আল্লাহর রহমতে সেদিন মৃত্যু না হলেও, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন জুলাই যোদ্ধা ওসমান হাদি। 

নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদির এই অকাল চলে যাওয়া, দেশের গণতান্ত্রিক ও সামাজিক মুক্তি আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। অথচ হামলাকারীরা পতিত স্বৈরাচারের অনুসারী, যারা এখনও অধরা রয়ে গেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরো বলেন, আমরা ইউট্যাবের পক্ষে মরহুম শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন। 

নেতৃবৃন্দ বলেন, দেশের সংকটকালে শরিফ ওসমান হাদির মতো তেজস্বী তরুণের অভাব আমরা গভীর শ্রদ্ধার সাথে অনুভব করছি।