বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৫

ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সলের মা-বাবা গ্রেফতার

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা ও বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-১০।

অভিযানে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা হাসি বেগম (৬০)-কে গ্রেফতার করা হয়।