শিরোনাম

খাগড়াছড়ি, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় মারমা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে মারমা ভাষার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে আজ বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি এলাকার ধর্মসুখ বৌদ্ধ বিহারে শতাধিক মারমা শিক্ষার্থীদের মধ্যে এ সব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ব গণমানুষের ফাউন্ডেশন এর চেয়ারম্যান অংচিংনু মারমা।
সংগঠনের সভাপতি ও স্থানীয় কার্বারী অংথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মারমা সোসাইটির জেষ্ঠ সহ সভাপতি থোয়াইঅংগ্য মারমা (কার্বারী), সাধারণ সম্পাদক অংসা মারমা (কার্বারী), সাংগঠনিক সম্পাদক থুইচিং মারমা, প্রচার সম্পাদক সাথোয়াইপ্রু মারমা এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, নিজস্ব ঐতিহ্য রক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য নতুন প্রজন্মকে নিজ মাতৃভাষা শিক্ষা প্রদান করতে হবে। তাই তাদেরকে বাংলা ভাষার পাশাপাশি নিজ নিজ মাতৃভায়ায় দক্ষ হতে হবে। নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে মাতৃভাষার বই।
এসময় এলাকার অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।