বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৫৯

সেতু নির্মাণ ও স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সেতু নির্মাণ ও স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দিনাজপুরের বিরল উপজেলায় সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সোমবার এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়।

এসময় দুদক টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুর থেকে অভিযোগ-সংশ্লিষ্ট সেতুর প্রকল্পসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। পরে বিরল-এর উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে সরেজমিনে সেতুটি পরিদর্শন করা হয় এবং এলাকাবাসীর বক্তব্য নেওয়া হয়।

অন্যদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। বায়োমেট্রিক হাজিরা পরীক্ষা করে কয়েকজন চিকিৎসকের আসা-যাওয়ার ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয়। অন্যান্য অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রও সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত রেকর্ডপত্রের বিস্তারিত পর্যালোচনার পর দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।