বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে  আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম আজ সোমবার বিকেলে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে  আদালতে পাঠানো হয়েছে। 

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ বাসসকে বলেন, ‘উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনিস আলমগীরসহ আসামি চারজন। আমরা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’