শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি আজ ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) বাস্তবায়নাধীন ঢাকা পরিবেশগতভাবে টেকসই পানি সরবরাহ (ডিইএসডব্লিউএস) প্রকল্পের জন্য পরামর্শ পরিষেবা সংগ্রহের জন্য একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৪০তম বৈঠকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির ব্যবস্থাপনা, নকশা ও তত্ত্বাবধান পরামর্শদাতা (এমডিএসসি) প্যাকেজের আওতায় জার্মানিভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজিকে নিয়োগ দেওয়া হবে। পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫ অনুসরণ করে একক উৎস নির্বাচন (এসএসএস) পদ্ধতিতে এ পরামর্শক পরিষেবাগুলো সংগ্রহ করা হবে।
প্রস্তাবিত পরামর্শক সেবার মেয়াদ হবে ২৪ মাস, যা সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
বিস্তারিত আলোচনার পর, কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে, যার মাধ্যমে ঢাকায় পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ উদ্যোগে প্রয়োজনীয় কারিগরি ও তদারকি সহায়তা অব্যাহত রাখার পথ সুগম হলো।
ডিইএসডব্লিউএস প্রকল্পের লক্ষ্য হলো, রাজধানীতে টেকসই পানি সরবরাহ অবকাঠামো জোরদার করা এবং একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।