বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

নাগরিক ছাত্র ঐক্যের কমিটি : রাব্বী আহ্বায়ক, স্বাধীন সদস্য সচিব

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মোহাম্মদ ফজলে রাব্বীকে আহ্বায়ক এবং তানভীর ইসলাম স্বাধীনকে সদস্য সচিব করে নাগরিক ছাত্র ঐক্যের ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রোববার এ কমিটি অনুমোদন দিয়েছেন বলে আজ এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে। 

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোস্তাফা (রেজা)। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বদরুল ইসলাম জামিল, আল মুস্তাকিম, মিথুল সিকদার, ইভা ইয়াসমিন ও আবু সাইদ শ্রাবণ।

কমিটির সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহিবুল্লাহ সিফাত। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন নিহামূল নিহাম, তাওহিদুল ইসলাম নোমান, জামিউল খান দিপ্ত, মোস্তানছিরুল হক চৌধুরী, সাজিয়া সোয়াদ ও আসির আনজার।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন খাওয়াজা আল কাফি, আল শাহরিয়ার নাফিজ জয়, অর্নব দাস, রিয়াজুল ইসলাম খান, তাইয়্যেবা রুদ, মঈন ইসলাম, সিহাব হোসেন ওসামা, আবু ইসহাক, ইজমাইল হক, আকাশ হোসেন, মো. যুবরাজ, রাকিব ইসলাম, মো. সাকিব, আহাদ খন্দকার, মো. ইব্রাহীম, আশিক হাসান, তৌফিক আহমেদ, মেহেদী হাসান, দিদার উল্লাহ, তামিম ইকবাল, আল আমিন, রাকিবুল ইসলাম সোনাই, আবু সালেহ, নুরুল ইসলাম শান্ত, মোহাম্মদ ছাব্বির হাসান ও শরীফুল ইসলাম শরীফ।