বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫(বাসস) : শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আজ রোববার সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক,বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) নেতৃত্বে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এ সময় একাডেমির কর্মকর্তা-শিল্পী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এরপর সকাল সাড়ে দশটায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।