বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৮

ঘুস লেনদেনের অভিযোগে রাজউকে দুদকের অভিযান

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত প্লট মালিকদের থেকে দালালের মাধ্যমে ঘুস লেনদেনসহ নানাবিধ অনিয়মের অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুদক জানায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) এর আওতাধীন উত্তরা এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ যোগ্য ৯৯টি প্লট সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে। পর্যালোচনায় দেখা যায়, উক্ত ৯৯টি প্লট বরাদ্দের বিপরীতে ২০২৩ সালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিকট থেকে আবেদন আহ্বান করা হলেও তা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে গঠিত কমিটি এখনো যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেনি।

এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সেবা প্রদানে বিদ্যমান অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং উপস্থিত কয়েকজন সেবা গ্রহীতা, কর্মকর্তা ও কর্মচারীর বক্তব্য গ্রহণ করে। সরেজমিন পরিদর্শন ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় অনিয়ম এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। কর্তব্যরত একজন ডাক্তার (মেডিকেল অফিসার) কর্তৃক রোগী দেখার সময় মোবাইল ফোনে গেমস খেলা, তথা দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ যাচাইকালে সংশ্লিষ্ট চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। অধিকন্তু, তার ছুটির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা লিখিত রেকর্ডপত্র সরবরাহ করতে সক্ষম হননি। অভিযানকালে প্রাপ্ত তথ্যানুসারে, তিনি গত ২৪ মে তারিখে কুষ্টিয়া মেডিকেল কলেজে যোগদানের পর কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া মোট ১৭ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এছাড়া, বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল পরিশোধের ক্ষেত্রে ঘুস দাবি ও নানাবিধ অনিয়মের অভিযোগে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গত ২৮ জানুয়ারি আগৈলঝাড়া উপজেলায় যোগদান করেন। তার কর্মকালীন সময়ে ২০২৪-২০২৫ অর্থবছরে টিআর ও কাবিটা প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে গৃহীত প্রকল্পসমূহের বিপরীতে বরাদ্দকৃত অর্থের বিতরণ সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে দুদক।

দুদক জানায়, এসব অভিযানকালে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।