শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বইয়ের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা সন্তানদের নিয়ে বিজয় বইমেলা পরিদর্শন করছেন। আজ রোববার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) আয়োজিত বাংলা একাডেমি প্রাঙ্গণের বইমেলায় এমনই চিত্র দেখা যায়।
রঙিন প্রচ্ছদে সাজানো গল্প ও ছড়ার বইয়ের স্টলগুলোতে শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নিজের পছন্দের বই খুঁজে নেওয়া ও তা কেনার আনন্দে পুরো মেলাজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায় শিশুদের মধ্যে।
মেলায় আসা শিশুরা মূলত রূপকথা, ছড়া, কমিকস ও শিশুতোষ গল্পের বইয়ের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। অভিভাবকদের মতে, ছোটোবেলা থেকেই বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হলে ভবিষ্যতে পাঠাভ্যাস গড়ে ওঠে সহজে। সে লক্ষ্যেই সন্তানদের নিয়ে বইমেলায় আসছেন তারা।
বিজয় বইমেলার কাকাতুয়া প্রকাশনীর স্টলে গিয়ে দেখা যায়, শিশুদের জন্য রচনা, গল্প, ভ্রমণ কাহিনি, রূপকথাসহ নানা ধরনের বই সাজানো রয়েছে। স্টলটির বিক্রয় কর্মকর্তা মো. মোজাম্মেল বলেন, শিশুরা বইয়ের সূচি ও অধ্যায় উলটে-পালটে দেখছে। পছন্দ না হলে রেখে দিচ্ছে।
তাকধুম প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ জিসান বলেন, শিশুরা সবচেয়ে বেশি বিজ্ঞানভিত্তিক নতুন নতুন আবিষ্কারের বই খুঁজছে। আমাদের স্টলেও এসব বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন গল্পের বইয়ের চাহিদাও রয়েছে।
বাবার সঙ্গে বইমেলায় ঘুরতে আসা নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাজরীন ইয়াসমিন জানায়, যেকোনো বইমেলায় যাওয়া তার খুব পছন্দ। নতুন নতুন গল্পের বই সে কেনে। আজ সে দু’টি বই কিনেছে। এগুলো পড়া শেষ হলে আবার এমন বই কিনবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বিজয় বইমেলায় মোট ১৭০টি স্টল রয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বই বিক্রি হচ্ছে ২৫ শতাংশ কমিশনে। প্রতিদিন কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে।