শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পাবনা শাখায় ‘জামান সিন্ডিকেট’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি, ভুয়া কাগজপত্র ও দলিলাদি তৈরি করে নাবিল গ্রুপসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের নামে আত্মসাৎ করেন। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক পাবনা শাখায় নাবিল গ্রুপের এক কর্মচারীর নামে ‘জামান সিন্ডিকেট’ নামক কাগুজে প্রতিষ্ঠান খুলে ১ হাজার ৪৫ কোটি টাকার বাই-মুরাবাহা টিআর বিনিয়োগ অনুমোদন ও বিতরণ করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, অনুমোদিত অর্থের মধ্যে ১ হাজার ৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৫৭৮ টাকা বিতরণ করে ভুয়া ট্রেডিং দেখিয়ে আত্মসাৎ করা হয়। একই সঙ্গে অর্থের উৎস ও প্রকৃতি গোপন করতে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়।
এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ১০৯ ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), তার পরিবারের সদস্যরা, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, জামান সিন্ডিকেটের চেয়ারম্যান রোকুনুজ্জামান মিঠুসহ ইসলামী ব্যাংকের পাবনা শাখা, জোনাল অফিস ও প্রধান কার্যালয়ের সাবেক ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।