শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজাদীর লড়াইয়ে কোনো দাড়ি হয় না, কেবলমাত্র কমা হয় এটি চলমান প্রক্রিয়া। ৭১ থেকে ২৪ এর ৫ আগস্ট পর্যন্ত মুক্তির লড়াইয়ের ধারাবাহিকতা মাত্র। এরই অংশ হিসেবে এই লড়াইয়ের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে শরীফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে।
তিনি বলেন, ‘আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার- স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে।’
আজ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে কর্ণেল অব. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আমরা বিজয়ের মাসে দাঁড়িয়ে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এটি আমাদের হাজার বছরের মুক্তির লড়াইকে সম্মান জানানোর দিন। ১৯৭১-এর মুক্তির লড়াই এখানেই শেষ হয়ে যায়নি বলেই আমাদের বারবার রক্ত দিতে হয়েছে।’
তিনি আরও বলেন, আজও যারা সম্মুখ সারীতে আছি, আমাদের দায়িত্ব এই মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিহাস সাক্ষ্য দেয়, এর আগেও এই লড়াইয়ে শত শত মানুষ জীবন দিয়েছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তেমনি এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। শত্রুদের জেনে রাখা উচিত, বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না।
এসময় অন্যান্যদের মধ্যে এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাজাহান ব্যাপারী, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, গাজীপুর মহানগর সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক আব্দুর রব জামিল, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।