বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

ঢাবির সূর্যসেন হলের ‘স্মৃতির জানালা-৭১’ এ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ‘স্মৃতির জানালা-৭১’ এ শ্রদ্ধা নিবেদন । ছবি : বাসস

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ‘স্মৃতির জানালা-৭১’ এ শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদল।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই হলের আবাসিক শিক্ষক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদত আলীসহ হলের কয়েকজন শিক্ষার্থী শহীদ হন। তাদের সেই মহান আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সোমবার প্রথম প্রহরে (রোববার দিবাগত রাত) পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন উপস্থিত ছিলেন।

এ সময় মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন (প্রান্ত) ও সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশুসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।