বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ড. খন্দকার মোশাররফ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন । ছবি : বাসস

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রোববার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সস্ত্রীক রওয়ানা হন তিনি।

তিনি জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নেবেন।

শায়রুল কবির খান আরও জানান, ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।