শিরোনাম

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ বুদ্ধিজীবী পালন ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।
আজ শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামীকাল ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসটি উপলক্ষে সকাল ৯টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবে।
এছাড়া, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ছাত্রদল সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবে।
এদিন দুপুর ২টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুরানা পল্টন, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন সারাদেশে সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন এবং কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।