বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১০

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাবি ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

দিবসটি উপলক্ষ্যে রোববার প্রথম প্রহরে (১৩ ডিসেম্বর, দিবাগত রাত ১২টা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে অবস্থিত ‘স্মৃতি চিরন্তনে’ পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যৌথভাবে এই কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষে জানানো হয়।