বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

হাদিকে গুলির ঘটনায় ইউনিভার্সিটি টিচার্স ফোরামের নিন্দা

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। একই সঙ্গে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইউটিএফ-এর আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ড. শামীম হামিদী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে এ কাপুরুষোচিত হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলা হয়। 

এছাড়া, হামলার প্রকৃত কারণ দ্রুত জনসম্মুখে প্রকাশ করা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সারাদেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

ইউনিভার্সিটি টিচার্স ফোরাম এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করে। পাশাপাশি তারা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয় দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানায়।