বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ডিএনসিসির মামলা

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): গত ৯ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে মিরপুর-১ এলাকায় হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাতে ডিএনসিসির পক্ষে সার্ভেয়ার মো. তসলিম হোসেন বাদি হয়ে মিরপুর শাহআলী থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১টা ৫০ মিনিটে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর সেকশন-১৩ এলাকার শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্কসংলগ্ন ফুটপাত ও পাকা রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসিসির সম্পত্তি বিভাগ, আদালত-১ এবং অঞ্চল-২ এর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে তালিকাভুক্ত ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জন লোক হঠাৎ দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশ নিয়ে উচ্ছেদ অভিযানে হামলা চালায় ও অভিযানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এসময় আক্রমণকারীদল সরকারি কাজে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমের ওপর আক্রমণ করে।

হামলাকারীরা অভিযানে ডিএনসিসির ব্যবহৃত সরকারি গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বহনকারী গাড়ি, এবং দু’টি পেলোডার ও বেকু লোডার ভাংচুর করে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মো. রাজু মিয়া, ভেকু ড্রাইভার আবেদ, পেলোডার ড্রাইভার রয়েল ও পরিচ্ছন্ন কর্মীসহ কয়েকজন কর্মচারী আহত হন।

ঘটনায় আহতদের চিকিৎসা এবং হামলাকারীদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি হওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিচালিত উচ্ছেদ অভিযানে এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।