শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব স্যার সলিমুল্লাহ এতিমখানা সংলগ্ন গোর-ই-শহীদ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে এতিমখানার প্রায় ১২০ জন ছেলে-মেয়েদের মাঝে খাবার বিতরণ করেন হল ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এছাড়া হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিফাত ইবনে আমিন, মোহতাসিম বিল্লাহ হিমেল, হামিম আল আজাদসহ হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেও দোয়া করা হয়।