বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬

বাংলা একাডেমিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে আগামী ১৪ ডিসেম্বর রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮ টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে বাংলাএকাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। এছাড়া, বিকাল ৪ টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। আলোচনায় অংশগ্রহণ করবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন, যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাভিন মুরশিদ এবং লেখক ও শিল্পী অরূপ রাহী। 

বুদ্ধিজীবীর জবান ও জীবন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক তাহমিদাল জামি।