বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজের পাঁচ কাঠা জমি জব্দ

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ এম হাফিজ উল্যাহর রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় দুইটি টিনশেড স্থাপনা ও দোকানসহ পাঁচ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপ সহকারি পরিচালক অমিজিৎ দে।

আবেদনে বলা হয়েছে, এ এম হাফিজ উল্যাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনসহ ৪ কোটি ৬ লাখ ১২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখায়  দুদক মামলা দায়ের করেন। আসামি তার মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরপূর্বক বেহাত করার পরিকল্পনা করছেন, বিধায় বেহাত হওয়ার আশংকা রয়েছে। আসামি এ এম হাফিজ উল্যাহ কর্তৃক তার নিজ নামে অপরাধলব্ধ আয়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে হস্তান্তরপূর্বক বেহাত করতে না পারে সেজন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা মোতাবেক ক্রোক/অবরুদ্ধ করা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিমতে ক্রোক এবং অবরুদ্ধ  করা একান্ত প্রয়োজন।