বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার আশিক রানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মির্জা আশিক রানার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপ সহকারি পরিচালক আবু মোহাম্মদ আনোয়ার মাসুদ।

আবেদনে বলা হয়েছে, মির্জা আশিক রানার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিদেশ গমণ রহিত করা একান্ত প্রয়োজন।