বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫

হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।

গত ৬ থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস প্রথম স্থান অধিকার করে এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

এই প্রতিযোগিতায় মিশরের প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

প্রথম স্থান অর্জন করায় ১৪ বছর বয়সী আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ১৭ লাখ টাকা) ও সনদপত্র প্রদান করা হয়।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কর্তৃক অভিজ্ঞ বিচারকমন্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয়।

আনাস বিন আতিক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। 

আনাস ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।