বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯

অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার, আটক ৩০২

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ৩০২ জনকে আটক করেছে নৌ পুলিশ।

নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বলা হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা  ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত এক সপ্তাহব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৬৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৯০ কেজি মাছ, ২০ কেজি পাঙ্গাস মাছের পোনা, ৩৫০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৮৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী এই অভিযানে ৩০২ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬২টি মৎস্য আইন, ২০টি বেপরোয়া গতি আইন, ৪টি অপমৃত্যু, ১টি চুরি, ১টি ডাকাতি এবং ২টি চাঁদাবাজি মামলাসহ মোট ৯১টি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।