বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ২২:৪১

রংপুর-১ ও রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আল-মামুন ও আখতার হোসেন

কোলাজ : বাসস

প্রতিবেদন : মো. মামুন ইসলাম

রংপুর, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রংপুর-১ ও রংপুর-৪ সংসদীয় আসনের জন্য যথাক্রমে আল-মামুন ও আখতার হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

দলের প্রার্থী ঘোষণার প্রথম ধাপে রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে দুইটিতে প্রার্থী ঘোষণা করা হলো। এনসিপি সূত্র জানিয়েছে, পরবর্তী ধাপে জেলার বাকি চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

ঘোষিত দুই প্রার্থীই জুলাই আন্দোলনে সম্পৃক্ত সাবেক ছাত্রনেতা।

বুধবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি প্রথম ধাপে দেশব্যাপী ১২৫টি আসনের প্রার্থী ঘোষণা করে। দলটি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে।

প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য, পরিচ্ছন্ন ও জনমুখী নেতৃত্ব সামনে আনা হচ্ছে।

তিনি জানান, খুব শিগগিরই দ্বিতীয় ধাপে আরও আসনের প্রার্থী ঘোষণা করা হবে। অবশিষ্ট আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে মাঠপর্যায়ের জরিপ, জনপ্রিয়তা, সাংগঠনিক কর্মকাণ্ড ও জনস্বার্থে কাজের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে।

সরকারি সূত্র অনুযায়ী, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

১৯৮৬ সাল থেকে এই আসনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির প্রভাব ছিল। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান বাবলু আসনটি জয় লাভ করেন।

আসন্ন নির্বাচনে এনসিপি রংপুর-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল-মামুনকে।

গত ২ ডিসেম্বর এনসিপির রংপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আল-মামুনকে আহ্বায়ক এবং এরশাদ হোসেনকে সদস্যসচিব করা হয়। বর্তমানে আল-মামুন এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল-মামুন জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। সরকার পরিবর্তনের পর তিনি জাতীয় ছাত্র সমাজের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।

জুলাইুআগস্ট মাসে ২৪ দিনব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন কর্মসূচিতে তাকে বক্তব্য দিতে দেখা যায়।

অপরদিকে, রংপুর-৪ সংসদীয় আসনটি তিস্তা নদী তীরবর্তী কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত।

স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার বিজয়ী হয়েছে।

এনসিপি রংপুর-৪ আসনে দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

যদিও আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, এর আগে গত ১ জুলাই রংপুরে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আখতার হোসেনকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

আখতার হোসেন কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা।

২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে একক অনশন কর্মসূচি পালন করে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান।

এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র প্রতিষ্ঠাতা।

আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সমাজসেবা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জুলাই আন্দোলনের সংগঠকদের একজন ছিলেন।

এই প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।