বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭

তফসিল ঘোষণায় গণ-আকাঙ্ক্ষা পূরণ হবে, পরবর্তী চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

খুলনা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা পূরণের একটি ধাপে আমরা উপনীত হচ্ছি। এর পরের বড় চ্যালেঞ্জ সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া। 

তিনি বলেন, নির্বাচন কমিশন, সরকার, সকল রাজনৈতিক দল ও জনগণসহ সব স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

আজ বুধবার সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার শরাফপুর ইউনিয়নের মাদারতলায় সড়ক দুর্ঘটনায় নিহত সজিব রায়ের পরিবারের এবং আহত শিমুল মন্ডল, তনয় মন্ডল ও সাগর মন্ডলের সাথে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

গোলাম পরওয়ার বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা এখন জনগনকে সচেতন করছি। আমরা জামায়াতের পক্ষ থেকে প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে এসেছি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত সবাইকে পক্ষপাতহীন হতে হবে।

এর আগে সকাল ৮টায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার শিরোমণির ডাকাতিয়া পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল ধর্ম, বর্ণ গোত্রের মানুষের কাছে সবচেয়ে আস্থার দলে পরিণত হয়েছে। জামায়াত ঘোষিত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। 

চিত্তরঞ্জন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্যা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানস রায়।