বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭

পুরোনো ভিডিও দিয়ে ভারত থেকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার একটি পুরোনো ভিডিও দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভারত থেকে ব্যবহার করা একটি এক্স অ্যাকাউন্টে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে, ‘এটি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে অগ্নিসংযোগের সাম্প্রতিক দৃশ্য।’

তাদের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নয়। আওয়ামী লীগের শাসনামলে, ২০২২ সালের ১৫ জুলাই ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে নড়াইলের দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয়। ছড়িয়ে পড়া ছবিটি সেই ঘটনার।

বাংলাফ্যাক্ট জানায়, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুয়া তথ্য এবং অপপ্রচার বাড়ছে। এসব অপতথ্য প্রধানত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে যুক্ত দল-সংগঠন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে প্রচার করা হচ্ছে।

বাংলাদেশে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।