শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) আয়োজিত সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপের সনদপত্র প্রদান ও সমাপনীর অনুষ্ঠান আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা এবং অনলাইন নিউজ পোর্টালের মোট ২৫ জন সাংবাদিককে ফেলোশিপে অংশগ্রহণের সনদপত্র ও সম্মানী চেক প্রদান করা হয়।
তিন মাসব্যাপী এ মিডিয়া ফেলোশিপ কর্মসূচি সাংবাদিকদের সড়ক নিরাপত্তার উপর তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে সহায়তার লক্ষ্যে করা হয়।
ফেলোশিপের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রচারে অবদান রাখা, সাংবাদিকদের এ বিষয়ে তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে সহায়তা করা এবং গণমাধ্যমে সড়ক নিরাপত্তাকে জনস্বাস্থ্য ও উন্নয়ন ইস্যু হিসেবে উপস্থাপন করা।
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ কর্মসূচি তাদেরকে সড়ক নিরাপত্তা-সংক্রান্ত কর্মসূচি, আইন, নীতি ও বাস্তবায়নে আরও কার্যকর প্রভাব বিস্তার করতে সক্ষম করার পাশাপাশি নীতিনির্ধারকদের সঠিক ও সময়োপযোগী তথ্যের মাধ্যমে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন গ্রহণ ও বাস্তবায়নে উৎসাহিত করা।
এ ফেলোশিপে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) ৩-এর লক্ষ্য ৩.৬ এবং এসডিজি ১১-এর লক্ষ্য ১১.২ অর্জনে-যেখানে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় বৈশ্বিক মৃত্যু ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা এবং সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও সহজলভ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ফেলোশিপ চলাকালে নির্বাচিত সাংবাদিকরা বিএনএনআরসি মনোনীত মেন্টরদের তত্ত্বাবধানে সড়ক নিরাপত্তা বিষয়ে ৭৫টি তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. মো. শরিফুল আলম, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান এবং ফেলোশিপের মেন্টররা।