বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:০০

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। ছবি : বাসস

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): নিজ দল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমাদের দল বিলুপ্ত করে আমি বিএনপিতে যোগদান করেছি।’

গত ২৭ নভেম্বর বিএনপি জানিয়েছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনগুলোতে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।