শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ইলিয়াস উদ্দিন মোল্লাহ তার ক্ষমতার অপব্যবহার ও ঘুস গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেন। এ ছাড়া, দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪০টি হিসাবে মোট ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারাতে মামলা দায়ের করা হয়েছে।
আরেকটি অভিযোগে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লাহ-এর সহায়তায় তার স্ত্রী ফরিদা ইলিয়াস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকা সমপরিমাণ সম্পদ অর্জন করেন। তার নামে পরিচালিত ৪টি ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়।
এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়ের করেছে কমিশন।