শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।
এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
ডিএফপি মহাপরিচালক খালেদা বেগম বলেন, রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি এক মানবিক বন্ধন, যা জীবন বাঁচানোর পথে আমাদের একতাবদ্ধ করে। এই মহান বিজয়ের মাসে আমাদের প্রত্যয়ের জায়গা একটাই মানুষের কল্যাণে, মানবতার সেবায় পাশে থাকা।
দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ৫০ জন রক্ত দেন। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।