শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে গণসংহতি আন্দোলন-জিএসএ।
বেলা ১১টা ৩০ মিনিটে সংগঠনের হাতিরপুল কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানায়, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে ন্যায্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা তুলে ধরেছে, সেখানে দুর্নীতি প্রতিরোধ একটি মৌলিক ও জরুরি পদক্ষেপ। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, শাসন ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির রূপান্তরমূলক পরিবর্তনের জন্য শক্তিশালী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এসব বিষয়েই গণসংহতি আন্দোলন-জিএসএ তাদের অবস্থান উপস্থাপন করবে সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু ও কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।